চট্টগ্রামে  হেলে পড়েছে চারতলা ভবন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১৬:০৯ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৫:৪৫

চট্টগ্রামে নগরীতে হেলে পড়েছে একটি চারতলা ভবন। বুধবার (১৮ জানুয়ারি) সকালে পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেল স্টেশনের ডান পাশে অবস্থিত ওই ভবনটি হেলে পড়ে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা  বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ভবনটি অনেকাংশ হেলে পড়েছে। এতে কেউ হতাহত হয়নি। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।’

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ওই ভবনের পাশে একটি খাল আছে, খালে সিটি করপোরেশনের জলবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, ভবনের পাইলিং দুর্বল হওয়ার কারণেই এটি হেলে পড়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে।’

বিজ্ঞাপন

ভবন মালিক খোরশেদ বাপ্পি জানান, প্রায় ৩৩ বছর আগে ভবনটি নির্মাণ করা হয়েছিল।তিনি বলেন, এটা মূলত কর্মাশিয়াল স্পেস, কোনো ফ্যামিলি বসবাস করতনা। একটা কোচিং সেন্টারে কিছু স্টুডেন্ট ছিল, আর দোকান আছে কিছু, সেসবে ২০ থেকে ২৫ জন লোক ছিল। সকালে আমি নিজেই তাদের নিরাপদে সরিয়ে সবাইকে খবর দিয়েছি।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত