ঘন কুয়াশায় সাড়ে দশ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিলো
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৩, ১৪:২৯ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১
ঘন কুয়াশায় সাড়ে দশ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিলো। এ সময় প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. আলিম দাঈয়ান জানান, শনিবার সন্ধ্যা থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে নদী পথ অস্পষ্ট হয়ে যায়।
সে সময় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে রোববার সকাল ৯টা থেকে ফেরি চলাচল আবার শুরু হয়।
তিনি বলেন, “ফেরি বন্ধ হওয়ার পর জানতে পারি কুয়াশার কারণে পথ হারিয়ে মাঝ নদীতে পরাণ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ মকদুম ও হাসনাহেনা ফেরি আটকা পড়েছে। সারারাত সেগুলো মাঝ নদীতে আটকে ছিলো। সকালে কুয়াশা কেটে যাওয়ার পর পাড়ে ভিড়ে।”
সকাল ৮টায় দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশার কারণে একটু দূরেও কিছু দেখা যাচ্ছে না। ফেরি বন্ধ থাকায় ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় দেড় কিলোমিটার এলাকায় দুই লাইনে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত