গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মেয়ের পর মায়ের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ১৫:৩৪ |  আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১

ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশুকন্যা মরিয়ম আক্তারের [২] পর তার মা জোসনা বেগমকেও [২৫] বাঁচানো যায়নি।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার [১০ জানুয়ারি] সকালে তার মৃত্যু হয়। এর আগে চিকিৎসাধীন অবস্থায় শনিবার [০৭ জানুয়ারি] দিবাগত রাতে শিশু মরিয়ম মারা যায়। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ধামরাই পৌরসভার কুমরাইল এলাকার একটি বাসার নিচ তলায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন মঞ্জুরুল।গত শনিবার [০৭ জানুয়ারি] দিবাগত রাত আড়াইটায় বিকট শব্দে তাদের বাসায় আগুন লেগে যায়। পরে স্থানীয়রা আশপাশের উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিভিয়ে পরিবারের পাঁচ সদস্যকে উদ্ধার করেন। এ সময় আগুনে সবাই ঝলসে যান। পরে পাঁচ জনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।


শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও চিকিৎসাধীন রয়েছেন জোসনা বেগমের স্বামী পোশাক শ্রমিক মঞ্জুরুল ইসলাম [৩৫], তার বড় বোন হোসনা বেগম [৩০] ও ভাগনি সাদিয়া আক্তার [১৮]।

চিকিৎসকদের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, জোসনা বেগমের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল, তাই তাকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়া মঞ্জুরুলের শরীরের ৩৩ শতাংশ, সাদিয়ার ৭৫ শতাংশ ও হোসনা বেগমের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত