গ্যারান্টি দিচ্ছি, ইভিএমের কোথাও ভুল পাবেন না: ইসি আহসান হাবিব
প্রকাশ: ২০ মে ২০২২, ১৬:১৬ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১১:০৪
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেছেন, ইভিএম -এ ভয় ও আস্থাহীনতা কোথায়? এক্সপার্ট নিয়ে আসুন। সোর্সকোড ও পাসওয়ার্ড দেব। ভুল ধরুন। গ্যারান্টি দিচ্ছি কোথাও ভুল পাবেন না। তিনি বলেন, ব্যালট বাক্স লুট ও পেশিশক্তিকে এড়াতে ডিজিটাল সঠিক পথ।
নির্বাচন কমিশনার আরো বলেন, সকল দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটা ভালো ভোট উপহার দেয়া হবে।
খুলনার শিল্পকলা একাডেমিতে শুক্রবার (২০ মে) সকালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।
খুলনা বিভাগের ১৮ টি উপজেলাতে আজ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। আগামী খুলনা সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচন নতুন ভোটার তালিকা অনুযায়ী অনুষ্ঠিত হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত