গুলশানে অগ্নিকাণ্ড: নিহত যুবকের পরিচয় মিলেছে
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৯ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৭
রাজধানীর গুলশান ২-এর এক আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত যুবকের পরিচয় মিলেছে। ওই যুবকের নাম আনোয়ার হোসেন (৩০)। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে মৃতের বড় বোন বিলকিস বেগম ও ছোট ভাই জুলহাস তার লাশ শনাক্ত করেন।
আনোয়ার হোসেনের ছোট ভাইয়ের জুলহাস বলেন, ‘ক্রিকেট বোর্ডের পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চির কাজ ও বাজার করতেন। বিভিন্ন হাসপাতাল ঘুরে ও টিভিতে নিউজ দেখে ঢামেকে এসে তার লাশ শনাক্ত করি।’
মৃত আনোয়ার হোসেন ভোলা জেলার দৌলতখান উপজেলার দিদারুল্লা গ্রামের কৃষক নুর ইসলামের ছেলে। পাঁচ ভাই এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, তার পরিবার গ্রামে থাকতো। তার স্ত্রী আমেনা বেগম অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন জুলহাস।
আনোয়ার বর্তমানে গুলশানে ক্রিকেট বোর্ডের পরিচালকের বাসায় থাকতেন।
গুলশান থানার উপ-পরিদর্শক এসআই বাবলুর রহমান বলেন, ওই ভবনে আগুন লাগার পর সেখান থেকে লাফিয়ে বা পড়ে গিয়ে আনোয়ারের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি স্বজনদের কাছে রাতেই হস্তান্তর করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত