গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন ইকুয়েডরের জাতীয় দলের ফুটবলার

     স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১৪:২১ |  আপডেট  : ১৪ নভেম্বর ২০২৪, ২০:২৭

মার্কো আনগুলো/ ফাইল ছবি

গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন ইকুয়েডরের জাতীয় দলের ফুটবলার মার্কো আনগুলো। তার পর থেকে সংকটাপন্ন ছিল তার জীবন। এক সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করলেও জয়ী হতে পারেননি। মঙ্গলবার ইকুয়েডর ফুটবল ফেডারেশন জানিয়েছে, দুর্ঘটনার একমাস পর অকালেই বিদায় নিয়েছেন ২২ বছর বয়সী। 

দুর্ঘটনা ঘটেছিল ৭ অক্টোবর। একই ঘটনায় আনগুলোর যুবদলের সাবেক সতীর্থ রবের্তো কাবেজাসের আগেই মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আনগুলো মাথা ও ফুসফুসে আঘাত পেয়েছিলেন। এক সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থাতেই গত সোমবার মারা যান তিনি। 

আনগুলো আগে মেজর লিগ সকার ক্লাব সিনসিনাটির হয়ে খেলতেন। সেখান থেকে ধারে গত মার্চ থেকে খেলেছিলেন ইকুয়েডোরিয়ান লিগ চ্যাম্পিয়ন এলডিইউ কিটোয়। ইকুয়েডরের হয়ে সিনিয়র দলে তার অভিষেক হয় ২০২২ সালে। জাতীয় দলের হয়ে দুটি ম্যাচও খেলেছেন তিনি। 

ইকুয়েডর ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, ‘ইকুয়েডরের সাবেক ফুটবলার, যখনই সুযোগ পেয়েছে আমাদের দেশের পতাকার মান নিজের প্রতিভা ও নিবেদন দিয়ে সব সময় রক্ষা করেছে । মার্কো শুধু দুর্দান্ত একজন ফুটবলারই ছিল না, ছিল দারুণ একজন সতীর্থও।’

মার্কো মৃত্যুকালে স্ত্রী ও একটি ছেলে সন্তান রেখে গেছেন। 

ইকুয়েডরের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনায় গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে তিনজনই নিহত হয়েছেন।  


কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত