গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
প্রকাশ: ৯ অক্টোবর ২০২২, ১৫:০৭ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫
মেহেরপুরের গাংনীতে নানা বাড়ি বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইবনে মাঝ নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালের দিকে গাংনী শহরের ভিটেপাড়ায় তার নানা হারেজ আলী কসাইয়ের বাড়িতে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। ইবনে মাঝ মেহেরপুর সদর উপজেলার বারাদি গ্রামের বুলবুল আহমেদের ছেলে। তার পরিবার সূত্রে জানা গেছে, সিড়ির নিচে থাকা পানির পাম্পের তার ধরে শিশুটি টানাটানি করছিল এ সময় বিদ্যুতের তার ছিড়ে গেলে সে বিদ্যুতায়িত হয়। পরে তার পরিবারের লোকজন তাকে গাংনী উপজেলা ¯^াস্থ্য কমপে·ে নিয়ে গেলে সেখান থেকে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত