গজারিয়ায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১৭:২১ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৬, ১৭:২৬
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি স্থাপন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ।
বুধবার(৭জানু)বেলা ১২ঘটিকায় তিনি উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর দক্ষিন জামালপুর গ্রামে অবস্থিত অস্থায়ী পুলিশ ক্যাম্পে পৌঁছালে তাঁকে স্বাগত ও অভ্যর্থনা জানান উপজেলা নির্বাহী অফিসার মো:মাহমুদুল হাসান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন অতি:জেলা প্রশাসক(রাজস্ব) মো:রেজাউল করিম।আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সামিউল আরফিন,উপজেলা নির্বাচন কমিশনার মোছা:মোমিনুর জাহান, গুয়াগাছিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:আলী আহমেদ,ইউপি সদস্য নাসির উদ্দিন প্রমুখ।
জেলা প্রশাসক গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া,গুয়াগাছিয়া,দত্তেরচর,ভাষারচর,চর চাষীসহ মোট ৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রই পরিদর্শন করেন,এ সময় তিনি বলেন,এই মুহূর্তে কেন্দ্র গুলো ঝুঁকি মুক্ত রয়েছে,আমরা সাধারণ ভোটারদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য অবকাঠামোগত উন্নয়ন করছি,নিরাপত্তার জন্য সিসিটিভি স্থাপন করা হচ্ছে,এখন আপনাদের সকলের সহযোগিতায় একটা অবাধ,সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত