কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ জন নিহত
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৯:৫৯ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে চার জন নিহত হয়েছে। পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা মুকেশ সিং বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।বিভিন্ন সূত্রে জানা গেছে, জম্মু শহরের প্রবেশপথে এক সংঘর্ষের ঘটনায় তারা প্রাণ হারিয়েছে।
ভারতীয় পুলিশের দাবি, অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে আজ বুধবার জম্মু শহরের বাইরে একটি ট্রাককে থামতে বলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ট্রাক থামিয়ে ভেতর তল্লাশি শুরু করলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।ঐ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ভারতের কেন্দ্রীয় সরকার ২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকেই ঐ অঞ্চলে সহিংসতা বেড়েছে। বিশেষ মর্যাদা বাতিলের কারণে কাশ্মীরী জনগণ ব্যাপক ক্ষুব্ধ হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত