কালকিনিতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার-৪

  মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১৮:৪৭ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ীতে পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ সোমবার সকালে আহত এস.আই পলাশ কুমার বাদী হয়ে কালকিনি থানায় এ মামলাটি দায়ের করেছেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামী করা হয়েছে। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪জন আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ সজিব মৃধা-(৩২), সোহাগ খান-(২৫), ফয়সাল-(২২) ও ইউনুস সরদার-(২৬)।

মামলা ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আল আমিন হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মহিউদ্দিন লাট্টু বেপারী-(৫৫)কে গ্রেফতার করার জন্য বাঁশগাড়ীর মধ্যেরচর গ্রামে সঙ্গীয় ফোর্সনিয়ে রবিবার দিবাগত রাতে অভিযান চালায় খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস.আই) পলাশ কুমার দাস।

 এ সময় আসামীপক্ষের লোকজন পলাশ ও তার ফোর্সদের উপর অতর্কিত হামলা চালায়। এতে করে গুরুতর আহত হন এস.আই পলাশ কুমার। পরে থানা পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ হামলার ঘটনায় আহত এস.আই পলাশ কুমার বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামী করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী মোঃ সজিব মৃধা-(৩২), সোহাগ খান-(২৫), ফয়সাল-(২২) ও ইউনুস সরদার-(২৬)কে গ্রেফতার করেন। 

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আশফাক রাসেল বলেন, এস.আই পলাশের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এবং অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত