কাউনিয়ায় হরিজন সম্প্রদায়ের মানববন্ধন
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৮ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৬:২৯
কাউনিয়ায় হরিজন অধিকার সংগঠনের উদ্যোগে গত বৃহস্পতিবার দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বৈষম্য কে অন্যায় হিসেবে চিহ্নিত করে অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জাত-পাত পেশা-ভাষা ও সংস্কৃতির কারণে কাউনিয়ায় হরিজন জনগোষ্ঠীকে হোটেলে খেতে না দেয়া ও বৈষম্য মূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন কারা হয়। হরিজন অধিকার আদায় সংগঠন কাউনিয়া শাখার সহ সভাপতি বাদল বাসফোরের সভাপতিত্বে হরিজন সম্প্রদায়ের দাবীর সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রতাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, বক্তব্য রাখেন রংপুর জেলা শাখার সভাপতি সুরেশ বাসফোর, সহ-সভাপতি রাজু বাসফোর, কাউনিয়া শাখার উপদেষ্টা নয়ন বাসফোর, রতন বাসফোর, হরিজন অধিকার আদায় সংগঠন কাউনিয়া শাখার সভাপতি রবি বাসফোর, সাধারণ সম্পাদক জয় বাসফোর, সদস্য আলো রানী প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত