কাউনিয়ায় রি-কল ২০২১ প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন
প্রকাশ: ১৮ মে ২০২২, ১৯:২৬ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৪:০৬
কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের চরগনাই সিবিও’র আরডিআরএস বাংলাদেশ এর রি-কল ২০২১ প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম বুধবার পরিদর্শন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদ মোঃ সারওয়ার আলম মুকুল, ইউপি সদস্য মোঃ ইউনুছ আলী। এসময় উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ কাউনিয়া উপজেলা প্রকল্প সমন্বয়কারী কবীর আলম, এফএফ রুহুল আমিন সরকার, চরগনাই চরগনাই নারী উন্নয়ন সংগঠনের সভাপতি মোছাঃ ফাতেমা বেগম, চরগনাই যুবসমাজ সামাজিক সংগঠনের সভাপতি আনারুল ইসলাম রানা প্রমূখ।
পরিদর্শন কৃত কার্যক্রম গুলো হলো সিবিও ভিত্তিক ফুড ব্যাংক, সঞ্চয় ও ঋন কার্যক্রম, যুব দলের কার্যক্রম, নলেজ হাব, ডেইরি ফার্ম, উদ্দ্যেক্তাদের ব্যবসায়িক কার্যক্রম সহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য সকল কার্যক্রম। প্রত্যন্ত চরাঞ্চলে পরিদর্শন কৃত কার্যক্রম দেখে তারা অভিভুত হন এবং সামনে এ রকম কার্যক্রম চলমান থাকলে আরডিআরএস বাংলাদেশ এর সমন্বয়ে চরাঞ্চলের মানুষের জীবন জীবিকার মান উন্নয়নে সফল ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। আরডিআরএস বাংলাদেশ এর রি-কল ২০২১ প্রকল্প কাউনিয়া মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত