কাউনিয়ায় মানাষ নদীতে অষ্টমি স্নান অনুষ্ঠিত
প্রকাশ: ৯ এপ্রিল ২০২২, ১৪:৩৪ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ০৫:৩১
করোনা কালীন সময়ে স্নান বন্ধ থাকলেও কাউনিয়ার কুর্শা ইউনিয়নের শিবু মানাষ নদীতে শনিবার জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী অষ্টমি স্নান। জানা গেছে, প্রতি বছর চৈত্র মাসের শেষের শনিবার এ স্নান অনুষ্ঠিত হয়। বহুদুর দুরান্ত হতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারি পুরুষরা মানাষ নদীতে অষ্টমি স্নান করতে আসে। তাদের ধর্মীয় রীতিমতে তাদের বিশ্বাস অষ্টমি স্নান করলে তাদের সমস্ত পাপ মোচন হয়ে যায়। তাই এ বিশ্বাসে শিবু মানাষ নদীতে অষ্টমীর স্নান অনুষ্ঠিত হয়ে থাকে।
প্রত্যুষে পুজা পরিচালনা করেন ব্রাহ্মণ পরিমল চক্রবর্তী। স্নান উপলক্ষে মানাষপাড় মন্দির মাঠে মেলা বসে। দোকানিরা খেলনা, মিষ্টি সহ হরেক রকমের পসরা সাজিয়ে বসে। আনুমানিক ৬০ বছর হতে মানাষ নদীতে এ স্নান অনুষ্ঠিত হচ্ছে। যে কোন ধরনের অপরাধ রোধে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। আশ পাশের সনাতনী সম্প্রদায় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত