কাউনিয়ায় বাসের ধাক্কায় ইটভাঙ্গা শ্রমিকের মৃত্যু
প্রকাশ: ৫ মে ২০২২, ২১:০৩ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০১:২৯
কাউনিয়ার গালর্স মোড় বাস স্টান্ডের সন্নিকটে আরকে রোডের কদম তলায় রাস্তা পারাপারের সময় দ্রুত গামী বাসের ধাক্কায় বৃহস্পতিবার লাল মিয়া (৫১) নামের এক ইটভাঙ্গা শ্রমিক ঘটনা স্থলেই প্রাণ হারিয়েছে।
প্রত্য¶দর্শী ও থানা সূত্রে জানাগেছে উপজেলার গালর্স স্কুল মোড়ের সন্নিকটে রাস্তা পারাপারের সময় বৃহস্পতিবার সকালে ঢাকা গামী অজ্ঞাত একটি দ্রুত গামী বাসের ধাক্কায় উপজেলার হরিশ্বর গ্রামের মৃত সাহাব উদ্দিনের পুত্র ইটভাঙ্গা শ্রমিক লাল মিয়া(৫১) ঘটনা স্থলেই প্রাণ হারিয়েছে। থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান সড়ক দূর্ঘটায় ইটভাঙ্গা শ্রমিকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের কাছে তার লাশ হস্তান্তর করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত