কাউনিয়ায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় নিহত ১

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ১৩:২৯ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৪:৫৮

কাউনিয়ায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১ জন সাইকেল আরোহী নিহত ও আহত হয়েছে আরো ২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ইন্সেপেক্টার (তদন্ত) ফরহাদ মন্ডল।

থানা সূত্রে জানাগেছে শনিবার সকালে উপজেলার মীরবাগ এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে। থানার ওসি তদন্ত জানান, সকাল আনুমানিক ৬ টার দিকে মীরবাগ বিজলের ঘুন্টি চন্ডিপুর এলাকায় মাহিগঞ্জ সাতমাতা রেললাইন সংলগ্ন হরিজন পাড়ার মৃত সুকুমার হারীর পুত্র চুন্নু রায় (৫৫) নামের এক সাইকেল আরোহিকে অজ্ঞাত নামা একটি গাড়ি চাপা দিলে তিনি ঘটনা স্থলেই মারা যায়। নিহত হরিজন চুন্নু রায় (৫৫) মীরবাগ রেল ষ্টেশনে ঝাড়ুদারের কাজ করতেন। অপরদিকে কাউনিয়া উপজেলার কুর্শা এলাকায় এ্যাম্বুলেন্স এর সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রংপুর ধাপ চিকলী এলাকার আজাদুল করিমের পুত্র এ্যাম্বুলেন্স ড্রাইভার তানজিত (২৫) ও রংপুর মেডিকেল মোড় পাকার মাথা এলাকার আজাদ মিয়ার পুত্র হেলপার ইল্লাত (২৭) গুরুত্বর আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ট্রাক ড্রাইভার পলাতক রয়েছেন। হরিজনের লাশ তার স্ত্রী ও সন্তান এসে নিয়ে গেছে। সড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধারের কাজ চলমান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত