কাউনিয়ায় পশ্চিম নিজপাড়া কৃষক সমবায় সমিতির আলোচনা সভা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৭ আগস্ট ২০২২, ২০:৫৫ |  আপডেট  : ৮ মে ২০২৫, ১৪:৪৭

কাউনিয়ায় পশ্চিম নিজপাড়া কৃষক সমবায় সমিতি লিঃ এর আলোচনা সভা রবিবার দুপুরে সমিতি কার্যালয়ে সমিতির সভাপতি সারওয়ার আলম মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিদর্শক মোঃ ফয়জার রহমান। বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি মোঃ নাছির উদ্দিন, ম্যানেজার শ্রী প্রহলাদ চন্দ্র, পরিচালক মোঃ আজগর আলী, মোঃ সামছুল হক, সদস্য জহির রায়হান, আঃ রাজ্জাক, খাদেমুল ইসলাম হিরা প্রমূখ। সভায় সামিতির সার্বিক উন্নয়নে গঠন মুলক দিক নির্দেশনা দেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। উল্লখ্য সমিতিটি অল্প সময়ের মধ্যে কৃষিতে অবদান সহ কর্মসংস্থান সৃষ্টিতে ভুমিকা রেখে চলেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত