কাউনিয়ায় জনশুমারী স্থায়ী কমিটির সভা
প্রকাশ: ১৯ মে ২০২২, ১৯:২৯ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:২৫
কাউনিয়া উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা জনশুমারী ও গৃহগণনা স্থায়ী কমিটির সভা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, কৃষি অফিসার শাহানাজ পারভীন, সমাজ সেবা অফিসার সামিউল আলম, ইন্সপেক্টর (তদন্ত) সেলিমুর রহমান, শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, জেলা পরিসংখ্যান অফিসার ও সমস্বয়কারী মোঃ আনোরুল ইসলাম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল,পরিসংক্যান তদন্তকারী ও উপজেলা শুমারি সমন্বয়কারী মোঃ মুবাছিদুজ্জামান মুন্না প্রমূখ। ১৫ -২১ জুন পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনা কাজ সুচারু ভাবে সম্পন্ন করা হবে। এবাই প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনা কাজ হচ্ছে। পরিসংখ্যান কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জনশুমারি ও গৃহগণনা কাজ সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত