কাউনিয়ার হারাগাছে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ১২:০৪ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০৬:০৬

কাউনিয়ায় গলায় ওড়না পেচিয়ে সুরমা খাতুন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন চীলমারী টারী গ্রামের মোঃ শাহিদুল ইসলামের কন্যা সুরমা খাতুন নামের এইচএসসি পরীক্ষার্থী গত রবিবার দিবাগত রাতে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। 

আত্মহত্যার কারণ জানা যায় নি। তবে তার লাশের একটি চিরকুটে লেখা ছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, সে ওই চিরকুটে সবার কাছে দোয়া কামনা করেছেন। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত