করোনামুক্ত সাকিব আল হাসান

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২২, ১১:০৫ |  আপডেট  : ১৮ নভেম্বর ২০২৪, ০৩:৫৮

যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেই করোনা আক্রান্ত হয়েছিলেন সাকিব আল হাসান। গত মঙ্গলবার পরপর দুটি করোনাপরীক্ষায় তাঁর পজিটিভ এসেছিল। আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। আজ সুখবরই দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। করোনামুক্ত হয়েছেন সাকিব। তবে চট্টগ্রামে প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কিনা, সেটি এখনো নিশ্চিত নয়।

আজই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কাল থেকে অনুশীলন করবেন। পরশু সিদ্ধান্ত হবে তিনি খেলবেন কিনা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টেই সাকিবের খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে।

সাকিব দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন গত ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে। এরপর নিউজিল্যান্ড সফরে ব্যক্তিগত কারণে যাননি। নিয়েছিলেন ছুটি। অনেক নাটকের পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে কেবল ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফেরেন পারিবারিক কারণে।

দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা দল গত ৮ মে বাংলাদেশে এসেছে। চট্টগ্রামে ১৫ মে থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ মে থেকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত