এশিয়া কাপ হকিতে অংশ নিতে বাংলাদেশ দল ইন্দোনেশিয়ায়

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২২, ১০:২৯ |  আপডেট  : ১৩ এপ্রিল ২০২৪, ০৪:০৯

বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশ হকি দল এশিয়া কাপে সুযোগ নিশ্চিত করেছিলো। এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে সোমবার (১৬ মে) সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ হকি দল। থাইল্যান্ডের ব্যাংককে বাছাইপর্ব খেলে মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে কৃষ্ণমূর্তির শিষ্যরা।
 
আগামী সোমবার (২৩ মে) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হবে মহাদেশের সর্বোচ্চ হকি টুর্নামেন্ট এশিয়া কাপ। এর ৭দিন আগেই দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় পা রেখেছে লাল-সবুজের হকি দল। প্রস্তুতি ও আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে একটু আগেভাগেই সেখানে চলে গেছে সব দল।

আট দলের এই টুর্নামেন্টে এশিয়ার শীর্ষ আট দেশ দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ওমান, মালয়েশিয়া ও কোরিয়া। এ-গ্রুপে ভারত, পাকিস্তান, জাপান ও ইন্দোনেশিয়া।

জাকার্তায় অনুষ্ঠিত এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন খোরশেদ রহমান। এছাড়াও দলে রয়েছেন ফর্মে থাকা কয়েকজন হকি খেলোয়াড়। যারা বাছাইপর্বে চমক লাগানো পারফর্ম করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত