ইসলামী ব্যাংকের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১৯:১৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:০২

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে ঢাকা সেন্ট্রাল জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার গ্রাহকদের নিয়ে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক আলোচনা সভা ৩০ আগস্ট ২০২৩, ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ওবায়দুল্লাহ হামযাহ প্রধান অতিথি এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান (চলতি দায়িত্ব) মিজানুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখাপ্রধান মোঃ মাহবুব-এ আলম। মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরী‘আহ সেক্রেটারিয়েট-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন লোকাল অফিস কর্পোরেট শাখাপ্রধান মোঃ জাকির হোসেন। কর্মশালায় ঢাকা সেন্ট্রাল জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার নির্বাহী, কর্মকর্তা ও বিশিষ্ট গ্রাহকগণ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত