ইশরাক হোসেন গ্রেপ্তার
প্রকাশ: ৬ এপ্রিল ২০২২, ১২:২০ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৪:২০
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গত নির্বাচনে মেয়র প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনকে রাজধানীর মতিঝিল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ইশরাকের ব্যক্তিগত একান্ত সচিব সুজন মাহমুদ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণ করার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় শ্রমিক দল এই কর্মসূচির আয়োজন করেছিল। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে তুলে নেয়।'
মতিঝিল থানার ডিউটি অফিসার ও পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত