এশিয়ান গেমসের বাছাইপর্বে

ইন্দোনেশিয়াকে সহজেই হারাল বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৮ মে ২০২২, ১১:৫৭ |  আপডেট  : ২০ এপ্রিল ২০২৪, ১৫:২৫

শনিবার থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমসের বাছাইপর্বে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। বাংলাদেশের তিন গোলের বিপরিতে ইন্দোনেশিয়ার হয়ে একমাত্র গোল করেন সান্দ্রেয়া আন্দ্রেয়া।

এদিন খেলার নবম মিনিটে কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে নেন সারোয়ার। ২৩ মিনিটেই লাল সবুজের প্রতিনিধিরা পেয়ে যায় আরেক গোল। এবার গোলদাতা ক্ষীসা।

৩৯ মিনিটে এক গোল শোধ করে খেলায় ফেরার আভাস দিয়েছিল ইন্দোনেশিয়া। তবে পরের মিনিটেই তাদের সেই আশা গুঁড়িয়ে দেন রাব্বি। গোল না পেলেও এই ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে সেরা হয়েছেন রেজাউল করিম বাবু।

শনিবার বাছাইপর্বের খেলা হলেও শুক্রবার এশিয়ান গেমস স্থগিতের খবর দেয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। কবে আসরটি হবে তা নিশ্চিত নয়। তবে হকি ডিসিপ্লিনের বাছাইপর্বের খেলা ঠিকই চলছে।

এবার এশিয়ান গেমসে সরাসরি অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ হকি দলের। তবে নিয়ম বদলে যাওয়ায় পেরুতে হচ্ছে বাছাইয়ের ধাপ। সেই পথে লাল-সবুজের দলের শুরুটা হলো দাপুটে।

মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচের শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত