ইটালি প্রবাসি মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত ৫ আসামি গ্রেফতার

  ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১৬:০৪ |  আপডেট  : ২৩ জুলাই ২০২৪, ১৫:০৮

ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আলোচিত মাসুদ হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
       
উক্ত মামলার তদন্তকারি অফিসার এস.আই.আবুল কালাম আজাদ জানান-গোপন সংবাদের ভিত্তিতে থানার এ.এস.আই রেজওয়ান মামুন,এএসআই রাকেশ সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন সময় অভিযান চালিয়ে উক্ত আসামিদের ভিন্ন ভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হল -১। মোঃ লালন খান(৩০), পিতা-মৃত-মিজানুর খান, ০২। ফারুক মিয়া, পিতা-হোসেন আলী, ০৩। জয়নাল শেখ(৪০), পিতা-তোতা মিয়া, ৪। প্রিন্স(২৫)পিতা-শহিদ , ৫। মো:শহিদ,পিতা-কালা মিয়া মাতুব্বর, ভাংগা থানার মামলা নং-১৬, তারিখ-১৫/০৪/২০২১ইং, ধারা-৩০২/৩৪/১১৪ দঃ বিঃ।
      
উল্লেখ্য, গত ১৫.০৪.২০২১ইং রাতে ভাঙ্গার নওপাড়া বাসষ্ট্যান্ডে চায়ের দোকানে ইতালি প্রবাসী মাসুদ মিয়াকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে এলাকার সাবেক পৌর কাউন্সিলর বাচ্চু মেম্বার ও তাদের সহযোগীরা। হত্যাকান্ড নিয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা হয়েছে। হত্যাকান্ডের পর কাউন্সিলর বাচ্চু মেম্বার ও তার সমমনা শত শত গ্রামবাসী ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে। ইতিপূর্বেও বাচ্চু মেম্বারের নামে একাধিক মামলা ভাঙ্গা থানায় রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত