ইউরোপের ৩১ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ১০:৩৬ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫

ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে পশ্চিমা দেশগুলোর রুশ কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপে ইউরোপের ৩১ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে-নেদারল্যান্ডসের ১৫ কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করে তাদের দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এছাড়াও  বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, রাশিয়ায় তাদের ১২ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও অস্ট্রিয়ার চার কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে আগামী রবিবারের মধ্যে তাদের রাশিয়া ছাড়তে বলা হয়েছে।

রাশিয়ার সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অন্যায় ও ভিত্তিহীন’ অভিহিত করে বেলজিয়াম বলেছে, মস্কোর এমন পদক্ষেপে রাশিয়ার আন্তর্জাতিক কূটনৈতিক বিচ্ছিন্নতা বাড়বে। এর আগে নেদারল্যান্ডস ২১ রুশ কূটনীতিকে বহিষ্কারের পর তাকে ভিত্তিহীন বলেছিল রাশিয়া। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত