ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ১৫:০৪ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০১

অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কীভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করতে হবে, তা নিয়ে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র। দেশটির ওকলাহোমা অঙ্গরাজ্যের একটি ঘাঁটিতে এই প্রশিক্ষণ দেওয়া হবে। গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই ঘোষণা দিয়েছে। খবর এএফপির।

আকাশপথে ইউক্রেনীয় লক্ষ্যবস্তুতে রাশিয়ার বিরামহীন হামলা মোকাবিলায় প্যাট্রিয়ট ব্যবস্থা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে বারবার অনুরোধ করে আসছিল কিয়েভ। অবশেষে গত বছরের শেষের দিকে ইউক্রেনকে একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহ নাগাদ ওকলাহোমার ফোর্ট সিলে ইউক্রেনীয় বাহিনীকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা-সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে।

রাইডার বলেন, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রতিরক্ষাব্যবস্থাটি বহন, পরিচালনা, রক্ষণাবেক্ষণের কাজ চালাতে ৯০ থেকে ১০০ জন ইউক্রেনীয় সেনাকে প্রস্তুত করা হবে। প্রশিক্ষণ কোর্সটির মেয়াদ মাস কয়েক হতে পারে।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি মনে করেন, প্যাট্রিয়ট ব্যবস্থা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে জোরদার করবে। এই ব্যবস্থা আকাশপথে রাশিয়ার চলমান হামলা থেকে ইউক্রেনীয় জনগণকে সুরক্ষা দেবে।

চলমান যুদ্ধে রুশ হামলা ঠেকাতে কিয়েভের জন্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন কোম্পানি রেথিয়নের তৈরি এমআইএম-১০৪ প্যাট্রিয়ট হলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রব্যবস্থা। প্রাথমিকভাবে অনেক উঁচুতে থাকা উড়োজাহাজ প্রতিহত করতে এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা তৈরি করা হয়েছিল।

গত শতকের আশির দশকে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলার বিষয়কে প্রাধান্য দিয়ে এই ব্যবস্থার আধুনিকায়ন করা হয়। প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের ব্যবহৃত রুশ স্কাড ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এই ব্যবস্থা ব্যবহার করা হয়। সেটাই ছিল প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে এই ব্যবস্থার ব্যবহার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত