আলুর বাম্পার ফলনের সম্ভাবনা, কাউনিয়ায় দাম নিয়ে শঙ্কায় চাষিরা
সারওয়ার আলম মুকুল
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৮ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ২০:২৪
রংপুরের কাউনিয়ায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলনের আশা চাষীদের। কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা নামার আগ পর্যন্ত চাষীরা আলু ক্ষেতে সেচ প্রদান, রাসায়নিক সার প্রয়োগ, কীটনাশক, ছত্রাক নাশক স্প্রে, কান্দি তৈরির কাজ করে যাচ্ছে। সঠিক পরিচর্যায় লকলকিয়ে উঠছে ক্ষেতে আলুর ডগা। তবে আলু উত্তোলনের সময় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
সরেজমিনে উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে আলু ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষীরা। বর্তমানে যেদিকেই চোখ যায় সবুজের সমারোহ, আলু আর আলুর ক্ষেত। এখন শেষ মূহুর্তে আলুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। কানকনে শীত ও হিমেল ঠান্ডা অব্যাহত থাকায় কোল্ড ইনজুরীতে উপজেলার বিস্তৃর্ণ আলু ক্ষেত লেট ব্রাইট রোগে আক্রান্ত হওয়ার সঙ্কার কথা জানিয়েছেন অনেক চাষি। নিজপাড়া গ্রামের চাষি শহিদার জানান, গত বছর আলুর আবাদ করতে গিয়ে নানা সমস্যায় পড়েন। প্রথমে আলুর দাম থাকলেও ভরা মৌসুমে আলুর দাম কমে যাওয়ায় অনেক চাষীই পথে বসে গেছেন। তারপরও অনেকেই পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পূর্বের লোকসান পুশিয়ে নিতে বেশী পরিমান জমিতে আলু লাগিয়েছেন। এখন শেষ মূহুর্তে আলুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। হরিশ^র গ্রামের চাষি সোহরাব হোসেন মুদী জানান, ঢুসমারা চরে তিনি ২একর জমিতে আলু লাগিয়েছেন। বৈরি আবহাওয়া ও বাজারদর কম হওয়ায় গত বছর আলুতে অনেক লোকসান গুনতে হয়েছে। এ বছর বেড়েছে সার, বীজ ও কীটনাশকের দাম। সব মিলে প্রতি বিঘা জমিতে প্রায় ৩০ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে। বর্তমান বাজার অনুয়ায়ী প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের ক্ষতি হচ্ছে প্রায় ৭-৮ টাকা। এ বছর এখনো আবহাওয়া অনুক‚লে আছে, এবারের আলু ফলনে আমি আশাবাদী, তবে দাম ঠিক থাকলে লাভবান হওয়া যাবে। আলু চাষিরা বলছেন, চলতি মৌসুমে আলুবীজের তীব্র সংকট ছিল। সেই সংকটের কারণে বেশি দামে বীজ কিনতে হয়েছে। এতে উৎপাদন খরচ বেড়েছে। এ ছাড়া হিমাগারের খরচ বেড়েছে। সব মিলিয়ে উৎপাদন খরচ প্রায় দ্বিগুণ, কিন্তু আলুর দাম ৬০ শতাংশ পর্যন্ত কমে গেছে। অনেক চাষির কপালে চিন্তার ভাঁজ। লাভ তো দূরের কথা, কীভাবে লোকসান কমানো যায় তা নিয়ে ভাবছি। তবে আগাম আলুর দাম পেলেও বর্তমানে আলু উত্তোলনের সময় কাংক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। চরগনাই এলাকার আলু চাষি দুদু মিয়া জানান, গত মৌসুমে আলু চাষ করে পথে বসে গেছি। ধার দেনা করে কিছু জমিতে আলু আবাদ করেছি, আলু ফলনে আশাবাদী, তবে দাম ঠিক থাকলে লাভবান হওয়া যাবে। কাউনিয়া কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সুত্র জানান, চলতি মৌসুমে আলুতে বাম্পার ফলনের সম্ভাবনা আছে। কাউনিয়ায় আলু চাষের লক্ষমাত্রা ৪৪৭৫, অর্জন হয়েছে ৫৩৩৫ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ১১৮৪৬৬ মেঃ টন। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার জানান আলুর ফলন বৃদ্ধি ও রোগ ব্যাধি থেকে ক্ষেত রক্ষায় নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছে কৃষি বিভাগ থেকে। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে আলুর ব্যাপক ফলন আশা করছে কৃষি বিভাগ। তবে দাম নিয়ে তিনিও বেশ শঙ্কিত।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত