আবারো পর্দায় দেখা যাবে ডিপজলকে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৩ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১৮:৩২

মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটোকে থাকার দ্বন্দের মধ্যেও বসে নেই তিনি। কিছু দিন আগেই তৈরি করছেন বিজ্ঞাপনচিত্র, অভিনয় করেছেন চিত্রনায়ক ওমর সানী ও জিয়াউল হক পলাশ। 

এবার নতুন চমক দিলেন ফারুকী। তার নির্মাণে দেখা যাবে ঢাকাই সিনেমার সফলতম খলনায়ক ডিপজলকে। তবে কোন চলচ্চিত্র নয়, বিজ্ঞাপন প্রজেক্ট। নির্মিত হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদ- এরএর জন্য। এতে ডিপজলের সঙ্গে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির।  

জানা গেলো, রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওস্থ বিজি প্রেস মাঠে চিত্রটির শুটিং শুরু হয়। চলে সারা দিন। কাজের ফাঁকে ডিপজলের সঙ্গে ক্যামেরাবন্দি হন ফারুকী। সেই ছবি সোশাল হ্যান্ডেলেও পোস্ট দেন নির্মাতা। 

ডিপজলের প্রশংসা করে ক্যাপশনে লেখেন, ‘বাংলা সিনেমার লাউড অ্যাকটিংয়ের সেই যুগে ইনি ছিলেন ওয়ান অব দ্য মোস্ট ন্যাচারাল অ্যাকটর্স।’

জানা গেছে, শীঘ্রই বিজ্ঞাপনচিত্রটির পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন করা হবে এবং প্রচার হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত