আদমদীঘির কেন্দ্রীয় মন্দির উন্নয়ন কমিটি গঠন
প্রকাশ: ৭ মে ২০২২, ১৬:২৯ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ২৩:৫৩
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় মন্দির উন্নয়ন ও স্থায়ী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এলক্ষে এক সভা মোহন্ত চন্দ্র সরকারের সভাপতিত্বে কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সত্যেশ চন্দ্র নিয়োগী ভানু বাবুকে প্রধান উপদেষ্ঠা করে অজিত চন্দ্র সরকারকে সভাপতি,মিহির কুমার সরকারকে সাধারন সম্পাদক,মদন মোহন সরকারকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ঠ মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন,সহ-সভাপতি মোহন্ত চন্দ্র সরকার,মৃনাল চন্দ্র সরকার, লক্ষন চন্দ্র সরকার ভুষন, যুগ্ম সম্পাদক কানাই চন্দ্র প্রমানিক, সাংগঠনিক সম্পাদক অতুল চন্দ্র সরকার (বড়), প্রচার সম্পাদক শংকর চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক অতুল কুমার সরকার (ছোট), পুজা বিষয়ক সম্পাদক মোহিত রঞ্জন বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য বিকাশ দেবনাথ, বিষ্ট চন্দ্র সিংহ, সুনিল কুমার সরকার, নিখিল মন্ডল, সুভাষ কুমার সরকার, পান্না কুমার সরকার গৌরাঙ্গ চন্দ্র প্রমানিক, নিরাঞ্জন কুমার সরকার, নিধির চন্দ্র মন্ডল প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত