স্থাপন হচ্ছে অত্যাধুনিক ল্যাব

আদমদীঘিতে মৎস্য উৎপাদন চাষ সরবরাহ কার্যক্রম পরিদর্শনে ওয়ার্ল্ডফিসের আমেরিকান গবেষক দল

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১৯:৩৯ |  আপডেট  : ১০ মে ২০২৪, ২০:৪০

 দেশের অন্যতম মৎস্য রেণুপোনা উৎপাদন এলাকা বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্য উৎপাদনকারী প্রতিষ্ঠান (হ্যাচারি) ও মৎস্য চাষ এবং সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেছেন ওয়ার্ল্ডফিসের আমেরিকান গবেষক দলের তিন সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার বেলা ১১টায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টি.এম.এস.এস)’র অ্যাকোয়া কালচার স্পেশালিস্ট কাম ডিভিশনাল কো-অর্ডিনেটর আইডিয়া প্রজেক্টের মৎস্য উৎপাদন, চাষ ও সরবরাহ বিষয়ক প্রতিনিধি মানস কুমার সাহা’র নেতৃত্ব ও সহযোগীতায় ওয়ার্ল্ডফিস আমেরিকান গবেষক দল আদমদীঘি উপজেলা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (পিও)’র মাধ্যমে মৎস্য চাষ ও সরবরাহ ব্যবস্থাপনাসহ মৎস্য উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে গবেষক দল কোন আধুনিক ব্যবস্থা ছাড়াই মৎস্য উৎপাদন, চাষ এবং সরবরাহ কার্যক্রম বিষয়ে ভুয়সী প্রশংসা করেন। 

টি.এম.এস.এস’র অ্যাকোয়া কালচার স্পেশালিস্ট কাম ডিভিশনাল কো-অর্ডিনেটর আইডিয়া প্রজেক্টের সহযোগীতাকারি আমেরিকান বিল মেলিন্ডা ক্যাটস্ ফাউন্ডেশনের আলফার্ড ডি ভেরিস, ওয়ার্ল্ডফিস আমেরিকান প্রজেক্ট লিডার কোলিন শেলি, ওয়ার্ল্ডফিস প্রজেক্ট ম্যানেজার আলভারোপাজ মিডেজ, টি.এম.এস.এস ওয়ার্ল্ডফিসের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ড. খন্দকার মোর্শেদ-ই-জাহান, টি.এম.এস.এস ওয়ার্ল্ডফিসের অ্যাকোয়া কালচার স্পেশালিস্ট কাম ডিভিশনাল কো-অর্ডিনেটর মানস কুমার সাহা, টি.এম.এস.এস ওয়ার্ল্ডফিসের ডিরেক্টর আব্দুস সালাম, টি.এম.এস.এস ওয়ার্ল্ডফিসের মনিটরিং অফিসার আবু জাফর আছগর আলম আদমদীঘির মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রফিকুল ইসলামের সাথে আধুনিক প্রযুক্তিতে মৎস্য উৎপাদন ও সরবরাহ বিষয়ে পরামর্শ প্রদান করেন। তাঁরা আধুনিক প্রযুক্তিতে মৎস্য রেণু পোনা উৎপাদন করার জন্য অত্যাধুনিক ল্যাব স্থাপন করে দেওয়ার পাশাপাশি আরো উন্নত উপায়ে মাছ চাষ এবং সরবরাহ বিষয়ক সেমিনার আয়োজন এবং প্রশিক্ষন প্রদানের ব্যবস্থা করবেন বলে জানান। এসময় উপস্থিত ছিলেন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কোরবান আলী, মৎস্য চাষী দুলাল মন্ডলসহ উপজেলার বেশ কিছু সংখ্যক মৎস্যচাষী। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত