আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে হোটেল ও বস্ত্র বিতান মালিকের  জরিমানা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২১, ২০:০১ |  আপডেট  : ২৫ এপ্রিল ২০২৪, ১১:৫৩

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে খাবার হোটেলে মূল্য তালিকা না টাঙ্গানো,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে এক হোটেল ব্যবসায়ীকে এবং বস্ত্র বিতানে স্বাস্থ্যবিধি না মানা সহ মাস্ক ব্যবহার না করার অপরাধে দুই বস্ত্র বিতান  মালিককে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। বুধবার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালতের টিম নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বুধবার দুপুরে উপজেলার সান্তাহার রেল জংশন ষ্টেশন এলাকায় বিসমিল্লাহ হোটেলে মূল্য তালিকা না টাঙ্গানো ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে হোটেল মালিক মিঠুর ৪ হাজার টাকা এবং সান্তাহার আয়েজ প্লাজায় জান্নাত বস্ত্র বিতানে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পড়ার অপরাধে দোকান মালিক মেহেদীর ২ শত টাকা ও বেহেস্তী বস্ত্রবিতানে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক ব্যবহার না করার অপরাধে দোকান মালিক ইসমাইল হোসেনের ৫শত টাকা আদায় করা হয়। এসময় সকল নাগরিককে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত