আদমদীঘিতে বিপিয়ানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ১৫:৩২ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ০০:২০

সারাদিন না খেয়ে থাকার কষ্টটা দ্রতই দূর করে দেয় নানা রকম ও স্বাদের ইফতারি। কিন্তু ইফতারির স্বাদ ও আনন্দটা যেন আরও বহুগুণে বৃদ্ধি পায় যদি পরিবার পরিজন বা বন্ধু-বান্ধবদের সঙ্গে এক সঙ্গে ইফতার করা যায়। স্কুল জীবনের যে সব বন্ধুদের সাথে জীবিকার জন্য দেখাই হয় না, তাদের সবাই মিলে উৎসব আনন্দের পরিবেশে ইফতার করার আয়োজন করে "বিপিয়ান" ২০০৯ সালের এস এস সি ব্যাচ।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বনমালী-পরমেশ্বর (বি.পি) উচ্চ বিদ্যালয়ের সংগঠন "বিপিয়ান" ২০০৯ সালের এস এস সি ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সন্ধ্যায় সান্তাহার শহরের আয়েজ প্লাজায় ২য় তলায় একটি রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সৈকত হোসেন, রাহুল পারভেজ জিসান ও আমানের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নিবির, রাহেল, পাশা, রেমন, শাওন,  মারুফ, ফজলে, জিসান, লাবু, মানিক, রাতুল, তরুণ প্রমূখ।

বিপিয়ান গ্রুপের সদস্য নাসীফ আরেফিন নিবির বলেন, অনেক দিন বন্ধুদের সঙ্গে দেখা হয় না। ইফতারি ও দোয়া মাহফিলের মাধ্যমে সবার সঙ্গে দেখাও হলো, মজাও হলো খুব। 

আরেক সদস্য ফজলে রাব্বি বলেন, এখানে ঘুরেছি আড্ডা দিয়েছি, এখানেই বেড়ে উঠেছি। কিন্তু জীবিকার জন্য অনেক দিন দেশের বাহিরে ছিলাম। বন্ধু বান্ধবদের সঙ্গে ইফতারি করার সময় অনেক দিন পর আনন্দ করেছি। সবার সাথে দেখা করে খ্বু ভালো লাগলো কিছুক্ষণের জন্য স্কুলে জীবনে ফিরে গিয়েছিলাম।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত