ইসলামী সাহিত্য কেন্দ্র (ইসাক) এর উদ্যোগে-
আদমদীঘিতে দেশ বরেণ্য আলেমদের আগমনে দুই দিন ব্যাপী তাফসীর মাহফিল

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৮:৫৫ | আপডেট : ১ এপ্রিল ২০২৫, ০৯:৩২

মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মানে মুসলিমদের করণীয় ও প্রশ্নোত্তর সহ ইসলামী সাহিত্য কেন্দ্র (ইসাক) এর উদ্যোগে বগুড়ার আদমদীঘিতে দেশ বরেণ্য আলেমদের উপস্থিতিতে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হবে তাফসিরুল কুরআন মাহফিল। উপজেলার নশরতপুর ইউনিয়নের চাটখইর বায়তুল হুদা জামে মসজিদ মাঠে আগামী শুক্রবার ও শনিবার (৪ ও ৫ এপ্রিল) তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে মাহফিলকে কেন্দ্র করে ও দেশ বরেণ্য আলেমদের স্বাগত জানিয়ে এলাকার মুসলিম সমাজে চলছে সাজ সাজ রব। ওই তাফসির মাহফিলে সভাপতিত্ব করবেন চাটখইর গ্রামের বাইতুল হুদা জামে মসজিদ ও মাহফিল কমিটির সভাপতি মুহাদ্দিস আ.ন.ম আকরাম হোসাইন। মাহফিলের প্রথম দিনে শুক্রবার (৪ এপ্রিল) বাদ মাগরিব প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করবেন আদ দাওয়াত ইলাল্লাহ এর চেয়ারম্যান শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, দ্বিতীয় বক্তা গাজীপুরের শ্রীপুর হাজ্বী আঃ সাত্তার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ক্বারী শফিউল্লাহ, তৃতীয় বক্তা শায়েখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। এছাড়া মাহফিলের দ্বিতীয় দিন শনিবার (৫ এপ্রিল) বাদ মাগরিব প্রধান মেহমান হিসাবে আলোচনা পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, দ্বিতীয় বক্তা আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ, তৃতীয় বক্তা ঢাকা যাত্রাবাড়ী জামিয়া মাহমুদিয়া মাদ্রসার প্রধান মুফতি রেজাউল করিম আবরার।
মাহফিলের সভাপতি মুহাদ্দিস আ.ন.ম আকরাম হোসাইন জানান, আমাদের এলাকায় প্রতি বছরের ন্যায় এবারও দুই দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ সকল আয়োজনও সম্পন্ন। মাহফিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হবে এবং মাহফিলে স্থানীয় ও দুরদুরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লীদের সমাগম হবে। সেই সাথে সম্প্রীতি ও ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা করছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত