আদমদীঘিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৯ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০০:৩১
বগুড়ার আদমদীঘিতে আলিমা খাতুন (২২) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ। আলিমা খাতুন উপজেলার নশরৎপুর ইউনিয়নের শাওইল কা নপাড়া মহল্লার শাকিল হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার রাতের কোন এক সময় এই ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আলিমা খাতুনের সাথে তাঁর স্বামীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া ও কলহ হয়। শুক্রবার সকালে পরিবারের লোকজন আলিমাকে তাঁর শয়ন ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে আলিমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গ্রামবাসি জানায়, বেশ কিছুদিন থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। তবে আকলিমার মৃত্যুর বিষয়টিকে কেউ মেনে নিতে পারছেন না। গ্রামবাসির মতে এই মৃত্যুটি রহস্যজনক। আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত