আদমদীঘিতে কৃষককে মারধরের অভিযোগ

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১৮:১৯ |  আপডেট  : ৩ মে ২০২৪, ১২:০০

বগুড়ার আদমদীঘিতে ইরি-বোরো ধান ক্ষেতে কীটনাশক ও সার প্রয়োগ করা পানি জমির আইল কেটে পাশের জমিতে পার করে নেওয়ায় বাধা প্রদান করায় খোরশেদ আলম (৬৫) নামের এক কৃষককে হত্যার উদ্দেশ্যে জমির পানিতে মাথা ঠাসিয়া ধরে বেদম মারপিট করে গুরুত্ব আহত করেছে। গত শনিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কুসুম্বী গ্রামের সোনারপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে গুরুত্বর আহত কৃষক খোরশেদ আলমকে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় থানায় তিন জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আদমদীঘি সদর ইউনিয়নের কুসুম্বী গ্রামের কৃষক খোরশেদ আলম গত ২০ এপ্রিল সকালে তার রোপনকৃত জমিতে যায়। এ সময় কৃষক খোরশেদ আলম দেখতে পান কীটনাশক ও সার প্রয়োগ করা জমির আইল কেটে পাশ্বের জমির মালিক দুলাল হোসেন পানি পার করে নিচ্ছে। তৎক্ষনাত কৃষক খোরশেদ আলম বাধা দিলে একই গ্রামের প্রতিবেশী ইয়াছিন আলীর ছেলে শাহজাহান আলী, মৃত বাহার উদ্দীনের ছেলে দুলাল হোসেন ও তার ভাই সোলাইমান আলী কৃষক খোরশেদ আলমকে জমির আইলে ফেলে দিয়ে বেদম মারপিট করে গুরুত্বর জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহত কৃষক খোরশেদ আলমকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় গত ২৪ এপ্রিল বুধবার রাতে তিন জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত