আদমদীঘিতে অটোচার্জার চালকের লাশ উদ্ধার, স্ত্রী আটক
প্রকাশ: ২০ মে ২০২২, ১৯:৪১ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৭:১৮
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন কালীবাড়ী হঠাৎপাড়া থেকে সুরুজ হোসেন নামের এক অটোচার্জার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরুজ হোসেন বিষ খেয়ে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে এ নিয়ে গ্রামে নানা গুঞ্জন চলছে। পুলিশ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে বগুড়া মর্গে পাঠিয়েছে। এঘটনায় পুলিশ মৃত সুরুজ হোসেনের স্ত্রী বেদেনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের তালসন কালীবাড়ী হঠাৎপাড়ার কালাম হোসেনের ছেলে অটোচার্জার চালক সুরুজ হোসেনের সাথে প্রায়ই তার স্ত্রী বেদেনা বেগমের ঝগড়া বিবাদ লেগে থাকতো। গত ১৯ মে বৃহস্প্রতিবার সকাল আনুমানিক ১১টায় সুরুজ হোসেন আদমদীঘি বাজারে যায়। কিছুক্ষন পর সে বাজার থেকে বাড়ীতে এসে শয়ন ঘরে শুয়ে পরে। দুপুরে তাকে ভাত খাবার জন্য পরিবারের লোকজন ডাকতে গিয়ে দেখে তার মুখ দিয়ে লালা বের হচ্ছে। পরিবারের লোকজন দ্রুত তাকে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসে। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে সে মারা যায়। শুক্রবার সকালে অটোচার্জার চালক সুরুজ হোসেনের লাশ তার বাড়ীতে দাফনের প্রস্তুতি চলছে এমন খবর থানা পুলিশ জানার পর লাশটি উদ্ধার করে বগুড়া মর্গে প্রেরণ করেন। এঘটনায় পুলিশ মৃত সুরুজ হোসেনের স্ত্রী বেদেনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। থানার এসআই নাজমুল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যু রহস্য উদঘাটনের জন্য বেদেনা বেগমকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তবে ময়না তদন্ত রিপোট হাতে পাওয়া গেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত