আত্মঘাতী বোমা হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট (আইএস)

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ১৫:৫০ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫০

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলার দায় নিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর এএফপির

গতকাল বুধবার আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়। হামলায় অন্তত ৫ জন নিহত হন। আহত ৪০।

জঙ্গিগোষ্ঠীটির মুখপত্র আমাক নিউজ এজেন্সি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছে, আইএসের এক সদস্য এ হামলা চালিয়েছেন। তিনি কর্মচারী ও রক্ষীদের মধ্যে গিয়ে তাঁর শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান।

কাবুলে এএফপির গাড়িচালক জামশেদ করিমি এ হামলার ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। 

জামশেদ বলেন, আত্মঘাতী হামলাকারীকে বিস্ফোরণ ঘটাতে দেখেছেন তিনি। হামলাকারীর হাতে একটি ব্যাগ ছিল। কাঁধে ছিল রাইফেল। তিনি তাঁর গাড়ির পাশ দিয়েই হেঁটে গেছেন। লোকজনের মধ্যে গিয়ে তিনি বোমা দিয়ে নিজেকে উড়িয়ে দেন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, হামলায় পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। 

আইএসের স্থানীয় শাখা ইসলামিক স্টেট-খোরাসান (আইএসকে) নামে পরিচিত। আইএসকের দাবি, বোমা হামলায় কয়েকজন কূটনৈতিক কর্মচারীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন।

এএফপি বলছে, বিস্ফোরণে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব একটা ক্ষতি হয়েছে বলে মনে হয় না। 

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আহমেদুল্লাহ মুত্তাকি বলেছেন, আত্মঘাতী বোমা হামলার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো বিদেশি উপস্থিত ছিলেন না।

তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর কাবুলে ধারাবাহিকভাবে এমন হামলা হচ্ছে। এসব হামলার দায় নিয়েছে আইএস।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত