আজ মৃত্যু শূন্য নতুন শনাক্ত ৫৬ জন
প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ১৯:১৯ | আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৬ জন। আগের দিন ৬ হাজার ৩৬৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫৬ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ০৯ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল দশমিক ৮৮ শতাংশ। আজ তা কমে হয়েছে দশমিক ৭৯ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৪৪ হাজার ৮৭৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৭৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৫ হাজার ১৭৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৯ জন। শনাক্তের হার দশমিক ৯৪ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৯৯ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৯৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৩ হাজার ৫১০ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৫০ শতাংশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত