আজ কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ২২ মে ২০২৩, ১৩:৪১ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২২:১৪
কাতার ইকোনোমিক ফোরামে যোগদানের জন্য আজ সোমবার (২২ মে) বিকালে দোহা রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে দোহায় ব্লুমবার্গ-এর সহায়তায় তৃতীয় ফোরামের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। গত তিন মাসে দোহায় প্রধানমন্ত্রীর এটি দ্বিতীয় সফর বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সোমবার (২২ মে) প্রধানমন্ত্রীর কাতার সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সমাবেশে যোগ দেবেন এবং উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। একই দিনে দুপুরে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী এবং সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।’
এই ফোরামে ৯টি গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ের উপর আলোকপাত করা হবে। এসব বিষয়ের মধ্যে রয়েছে— জ্বালানি নিরাপত্তা; প্রযুক্তি ও উদ্ভাবন; পরিবর্তিত বাজারব্যবস্থা; স্বাস্থ্যখাতে উদ্ভাবন; জলবায়ু অর্থায়ন; বাণিজ্য কৌশল ও ব্যবস্থা; চতুর্থ শিল্প বিপ্লবে জনশক্তি; ডিজিটাল বিশ্বে ক্রীড়া; এবং বৈদেশিক বিনিয়োগের ভবিষ্যৎ।
এসব বিষয়ে বিশ্বের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা আলোচনায় অংশ নেবেন বলে আয়োজকদের সূত্রে জানা যায় বলে তিনি জানান।
জ্বালানি সহযোগিতা
কাতার থেকে এলএনজি আমদানি করে বাংলাদেশ। সফরে বিষয়টি নিয়েও আলোচনা হতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, জ্বালানি আমদানি একটি দীর্ঘমেয়াদের জন্য করতে হয়। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে জ্বালানি চাহিদা বৃদ্ধি পেয়েছে। আমরা কাতারের সঙ্গে আরও জ্বালানি আমদানির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছি।
প্রতিরক্ষা সহযোগিতা
বাংলাদেশে ও কাতারের মধ্যে প্রতিরক্ষা চুক্তির অধীনে ১ হাজার ১২৯ জন সামরিক বাহিনীর সদস্য কাতারে কাজ করবে এবং এজন্য বাংলাদেশকে অর্থ দেবে কাতার সরকার।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি একটি ভালো সূচনা। আমরা বিভিন্ন খাতে সহযোগিতা বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করছি।’
২৪ মে রাতেই প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে দোহা ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত