আক্রমণ করলে পাল্টা হামলা, সমাবেশ ঘিরে বিএনপিকে হুঁশিয়ারি কাদেরের
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১৪:০৭ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৫:০৮
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রতিরোধ বা প্রতিশোধ হবে পুরোটাই আওয়ামী লীগের শান্তি সমাবেশের বিপরীতে ভায়োলেন্স। বিএনপি গায়ে পড়ে আক্রমণ করলে পাল্টাআক্রমণ করব, আমরা তো চুপচাপ বসে থাকব না।
বৃহস্পতিবার সকালে বনানীর সেতু ভবনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল— কর্ণফুলী টানেল উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, তারা ’৭১-এ পরাজিত হয়ে ’৭৫ সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করছে।
তিনি বলেন, বিএনপি শান্তি সমাবেশে হামলা করলে পাল্টা হামলা করা হবে— এমন হুশিয়ারি দিয়ে আওয়ামী লীগ আগ বাড়িয়ে বিএনপির সমাবেশে কোনো হামলা করবে না। এ সময় ওবায়দুল কাদের জানান, বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে, সমালোচনার জবাবও দিচ্ছে উন্নয়ন দিয়ে।
বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগের শান্তি সমাবেশ কেন— এই প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে যাতে মানুষের ক্ষতি না করতে পারে এ জন্যই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি বারবার বলছে— তারা প্রতিশোধ নেবে, তার অর্থ হচ্ছে, তারা আবারও সংঘাত করতে চায়। এমন হলে সরকারও নীরব থাকবে না বলে জানিয়েছেন তিনি।
আর সরকারের ওপর বিদেশি চাপ নিয়ে প্রশ্নে তিনি বলেন, পশ্চিমাদের মতো সরকারও চায় সুষ্ঠু ভোট, তাই চাপের কোনো কারণ নেই। এ সময় কাদের আরও জানান, মার্কিন রাষ্ট্রদূত ২৯ অক্টোবর তার সঙ্গে দেখা করার সময় চেয়েছেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত