অসাম্প্রদায়িকতার প্রতিকী হিসাবে সান্তাহারে হরিজন সম্প্রদায়ের সাথে আহার করে ঢাকার একদল শিক্ষার্থী
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ১৪:০৩ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১১
দলিত তথা হরিজন সম্প্রদায়ের সাথে বর্ণবাদী আচরণ নয়, সবাই সমঅধিকারী এমনটাই জানান দিতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একবেলা খাবার খেয়েছে ঢাকা থেকে আগত একদল শিক্ষার্থী। শুধু শিক্ষার্থীই নয় জাত-পাত বিরোধী বগুড়া ও নওগাঁ এলাকার অসংখ্য সাধারণ মানুষ এই আয়োজনে যোগ দেন। গত শুক্রবার (১৩ জানুয়ারী) বিকেলে সান্তাহার পৌর জংশন শহরের রেলওয়ে লেভেলক্রসিং অব্যন্তরে প্রতিষ্ঠিত স্বাধীনতা মঞ্চ চত্বরে এই আয়োজনটি ঢাকার একদল শিক্ষার্থী। খাবারের আগে এক আলোচনা সভা করা হয়। সভায় আয়োজকরা হরিজন সম্প্রদায়ের সুখ-দু:খের গল্প শোনেন এবং তারাও সমতা আনার বিষয় নিয়ে আলোচনা করেন।
আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার শিক্ষার্থী মওলবি আশরাফ, খালিদ মুহাম্মাদ সাইফুল্লাহ, পারভেজ হাসান সুমন ও বগুড়া মেডিকেল কলেজের শিক্ষার্থী জুম্মা খান। আরো বক্তব্য রাখেন সান্তাহার হরিজন সম্প্রদায়ের সভাপতি রতন লাল ওরফে বৈরাগী লাল বাঁশফোর, সাধারন সম্পাদক শান্ত বাঁশফোর, গঙ্গা বাঁশফোর ও কৃষ্ণা হারী বাঁশফোর প্রমূখ। সভায় সান্তাহারের হরিজন নেতা বৈরাগী লাল বাঁশফোর বলেন, আমাদের সম্প্রদায়ের লোকজনরা হোটেলে বসে খেতে পারে না। তাদের মত সনাতন ধর্মের অন্য সম্প্রদায়ের মানুষ হোটেলে সবার সাথে বসে খাবার খেতে পারলেও আমাদের হোটেলে বসে খাওয়া সে তো দুরের কথা ঢুকতেই দেওয়া হয় না। তাদের কাগজে ও ওয়ান টাইম প্লেটে অথবা নিজস্ব পাত্রে খাবার নিয়ে হোটেলের বাইরে বসে খেতে হয়। তিনি আরো বলেন গত বছরের ১১ ডিসেম্বর বিকেলে সান্তাহারে এশিয়া হোটেলে বিরিয়ানির সাথে মাংশের ঝোল চাওয়ায় হোটেলের লোকজন হরিজন সম্প্রদায়ের এক তরুণকে মারপিট করে ও ধাক্কা দিয়ে গরম তেলের কড়াইয়ে ফেলে দেয়। এতে তার ডান হাত ঝলসে যায়। এরকম ভাবে তাদের সাথে সব সময় বর্ণবাদী আচরণ করা হয়। তার দাবি, সনাতন ধর্মের অন্য সম্প্রদায়ের লোকজনের মতো আমরাও হোটেলে বসে খেতে চাই, স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে চাই। আয়োজক শিক্ষার্থীদের মধ্যে মওলবি আশরাফ বলেন, সান্তাহারে হরিজন সম্প্রদায়ের এক তরুণকে মারধরের পর গরম তেলে ঝলসে দেওয়া এবং খাবারের হোটেলগুলোতে হরিজন তথা দলিত সম্প্রদায়ের লোকজনের হোটেলে খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার খবর জানার পর আমরা এমন আয়োজন করার সিদ্ধান্ত নেই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত