অগ্নি-৫ মিসাইলের সফল পরীক্ষা চালালো ভারত
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ১০:৩০ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২৩:৫২
চীনের সাথে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই অগ্নি-৫ মিসাইলের সফল পরীক্ষা চালালো ভারত। বৃহস্পতিবার রাতে ওড়িষার আবুল কালাম আইল্যান্ড থেকে ছোড়া হয় মিসাইলটি। ২০১২ সাল থেকে ৯ম বারের মতো ‘অগ্নি-৫’এর পরীক্ষা চালানো হলো। খবর এনডিটিভির।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পাঁচ হাজার ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। পাশাপাশি এটাও জানানো হয়, অতীতের তুলনায় বৃদ্ধি করা হয়েছে মিসাইলটির সক্ষমতা। সেটি যাচাইয়ে চালানো হলো রুটিন পরীক্ষা।
অরুনাচল প্রদেশের সীমান্তে যখন চীনের সাথে উত্তেজনা চলছে সেসময় এ ধরনের পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাফাই, উৎক্ষেপণের ব্যাপারে সীমান্ত সংঘাতের বহু আগেই ‘নোটিশ টু এয়ারম্যান বা NOTAM’ জারি করা হয়েছিল।
গেল ৯ ডিসেম্বর তাওয়াং সেক্টরে চীন ও ভারতের সেনাদের মধ্যে ছড়ায় সংঘাত। সীমানা লঙ্ঘনের অভিযোগ তোলে ভারত-চীন। এ ঘটনায় উভয় দেশের বেশ কয়েকজন সেনা আহত হন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত