সিরাজদিখানে নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা, স্বামী গ্রেফতার

  সিরাজদিখান (মুনিগঞ্জ) প্রতিনিধি ঃ

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ১৬:১৭ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ১৭:২৯

সিরাজদিখান রক্ষিতপাড়ায় স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে গলায় ফাঁস লাগিয়ে জয়নব নেছা ঝর্না(সাথী) (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার দুপুরের দিকে উপজেলার কোলা ইউনিয়নের উত্তর রক্ষিতপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত গৃহবধূ  জয়নব নেছা ঝর্না(সাথী) কোলা ইউনিয়নের উত্তর রক্ষিতপাড়া গ্রামের মোশারফ মোল্লার ছেলে হারুণ মোল্লার স্ত্রী। ঘটনায় স্বামী হারুণ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গেছে, প্রায় দশ বছর পূর্বে হারুণ মোল্লা উপজেলার বাসাইল ইউনিয়নের দক্ষিন রাঙ্গামালিয়া গ্রামে বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে ঘরসংসার করে আসছিল। এরই মধ্যে হারুণ মোল্লা  নেশাগ্রস্থ হয়ে পরে শশুর বাড়ি থেকে টাকা আনতে বলে  গৃহবধূ জয়নব নেছা ঝর্না(সাথী) উপর শারীরিক ও মানুসিক নির্যাতন শুরু করে। এরপর হতে শুরু হয় তাদের সংসারে অশান্তি। একপার্যায়ে স্বামী ও শাশুড়ি মিলে নির্মমভাবে নির্যাতন চালান। ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে স্বামী তার স্ত্রী জয়নব নেছা ঝর্না(সাথী) কে চরমভাবে মানসিক নির্যাতন করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এরপর জয়নব নেছা ঝর্না(সাথী) কোন কিছু না খেয়ে তার শয়ন ঘরে দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়ে। দীর্ঘ সময় পুত্রবধূর কোন সাড়া শব্দ না পেয়ে তার শশুর ও শাশুড়ি দরজা খোলার জন্য বৌমাকে ডাকতে থাকলে ঘর হতে কোন সাড়া শব্দ না পেয়ে তাদের সন্দেহ হয়। এরপর সোমবার দুপুরে তারা স্থানীয় সিরাজদিখান থানায় বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে সোমবার রাত সারে ৯টায় ঘড়ের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় জয়নব নেছা ঝর্না(সাথী) কে উদ্ধার করে এবং রাতেই লাশ উদ্ধারসহ তার স্বামী মোঃ হারুণ মোলালাকে  গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, গৃহবধূ  জয়নব নেছা ঝর্না(সাথী) স্বামী হারুন মোল্লার নামে আত্মহত্যা পরোচনার মামলা করেছেন নিহতের বাবা মোঃ জয়নাল বেপারী। আমারা সোমবার রাতেই জয়নব নেছা ঝর্নার (সাথী) স্বামী হারুন মোল্লাকে গ্রেফতার করে আজ মঙ্গলবার সকালে কোর্টে প্রেরণ করে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুনিগঞ্জ সদর হাসপাতালে পাটিয়েছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত