নির্বাচন ও গণভোটে বিদেশি পর্যবেক্ষক চায় সরকার ও কূটনীতিকদের নিরাপত্তার আশ্বাস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৮ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৫, ২০:২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের জানানো হয়, সশস্ত্র বাহিনীসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সদাসতর্ক ও সচেষ্ট রয়েছে। এছাড়া নির্বাচনের সময় দূতাবাসগুলোর নিরাপত্তা এবং কূটনীতিকদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়েও সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বিদেশি পর্যবেক্ষক পাঠানোর জন্য বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে নির্বাচনের সময় বিদেশি দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তার বিষয়েও তাদের আশ্বস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ আহ্বান ও আশ্বাস দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিফিংয়ে আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে নেওয়া হালনাগাদ প্রস্তুতি সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা হয়। এ সময় জানানো হয়, নির্বাচন কমিশন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার স্বার্থে দেশগুলোকে পর্যবেক্ষক দল পাঠানোর জন্যও আমন্ত্রণ জানানো হয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের জানানো হয়, সশস্ত্র বাহিনীসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সদাসতর্ক ও সচেষ্ট রয়েছে। এছাড়া নির্বাচনের সময় দূতাবাসগুলোর নিরাপত্তা এবং কূটনীতিকদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়েও সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়।

ব্রিফিংয়ে ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাসের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত