নাশকতা মামলায় ৩ দিনে আদমদীঘিতে আ’লীগ নেতা ও সমর্থকসহ পাঁচজন গ্রেফতার

  আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা  

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৪১ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:২৬

স্বৈরাচারী শাসক শেখ হাসিনা এবং ফ্যাসিস্ট আ’লীগ সরকার পতনের জন্য ছাত্র-জনতার আন্দোলন চলাকালে চার আগস্ট উপজেলা সদরে বিএনপি কার্যালয় ও পরে ১৯ আগস্ট উপজেলার সান্তাহার পৌরসভার ওয়ার্ড যুবদলের অফিসে হামলা ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় তিন দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা এবং দুই সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গত বুধবার [১৭ ডিসেম্বর) রাতে উপজেলার সান্তাহার শহরের দৈনিক বাজার এলাকার বাসিন্দা কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সান্তাহার পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও টিসিবি ডিলার অসিত দেবনাত বাপ্পা [৪৭) কে গ্রেপ্তার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার নসরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রাম থেকে ওই ইউনিয়নের তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম বাবু [৫৬) এবং উপজেলার সান্তাহার শহরের রেলওয়ে ইয়ার্ড কলোনীর বাসিন্দা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম [৪৫) কে গ্রেপ্তার করে। অপর দিকে সোমবার রাতে থানা পুলিশ উপজেলার নসরতপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের বাসিন্দা ও আ’লীগ সমর্থক শাহজাহান আলী ফটো [৭০) ও শাহজামাল ওরফে লাদু [৬৫) কে গ্রেপ্তার করে থানা পুলিশ। যোগাযোগ করা হলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান সাংবাদিকদের নিকট ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের পৃথক পৃথক দিনে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত