সিরাজদিখানে স্কুল-কলেজের ৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৫১

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্কুল ও কলেজের অবকাঠামোগত উন্নয়নে ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ  বৃহস্পতিবার বিকাল ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিক্ষা খাতের উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সরকার অগ্রাধিকারভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সিরাজদিখানের স্কুল-কলেজগুলোর মধ্যে কুসুমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিক্তি প্রস্ত, ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের  একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতয়িতলার উদ্ধমুখী সম্প্রসারণ কাজের ভিক্তি প্রস্তর উদ্বোধন,রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিক্তি প্রস্তরের উদ্বোধন এবং বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজের চারতরা একাডেমিক ভবনের ভিক্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন গৃহীত এই ৫টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন হবে এবং ভবিষ্যৎ   প্রজন্ম একটি সুন্দর পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী,ঢাকা রেঞ্জ ডিআই জি রেজাউল করিম মল্লিক,মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম,মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মোঃ ফিরোজ কবির, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ,সহকারী পুলিশ সুপার(সিরাজদিখান-শ্রীনগর সার্কেল) মোঃ আনোয়ার পারভেজ,সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশ আরও উন্নত হবে।অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্টদের দ্রুত ও মানসম্মতভাবে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত