নিছক দুর্ঘটনা না সাবোটাজ?
৭ ঘন্টা বিদ্যুৎ বন্ধ, পদ্মা সেতুর উদ্বোধন দেখতে পেল না আদমদীঘিবাসী
প্রকাশ: ২৫ জুন ২০২২, ১৯:৫৫ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৮:১৯
প্রায় ৭ ঘন্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরসহ আদমদীঘিবাসী স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন দেখা থেকে বি ত হয়েছে। এতে করে সরকার দলীয় নেতা ও কর্মী সমর্থকসহ সর্বস্তরের মানুষ নেসকো লিমিটেডের উপর বেজায় ক্ষুদ্র হয়ে পড়েছে। বিদ্যুৎ কন্ট্রোল রুমের প্যানেল বোর্ডের ক্যাবল পুড়ে যাওয়ার ঘটনাটি নিছক দুর্ঘটনা না কি সাবোটাজ সেটা তদন্ত করে দেখা ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ফের পিডিবির হাতে ফিরিয়ে দেওয়ার দাবী জানিয়েছেন গ্রাহকরা।
জানা গেছে, শনিবার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন স্থল থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার শুরু হওয়ার পর পরই বেলা সাড়ে ১০টার দিকে নর্দান ইলেকট্র্রি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেসকো) পরিচালিত সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের ৬ ফিডারের বিদ্যুৎ সরবরাহ একযোগে বন্ধ হয়ে যায়। এরপর থেকে এই কেন্দ্রের প্রায় ৬০ হাজার বিদ্যুৎ গ্রাহকের মধ্যে শোরগোল পড়ে যায়। বিকাল প্রায় ৫টা পর্যন্ত বিদ্যুৎ বিহীন ছিল অর্ধলক্ষাধিক গ্রাহক। এতে করে একেতো স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের মুল কার্যক্রম দেখতে পাওয়া থেকে বঞ্চিত অপর দিকে আষাঢের ভ্যাপসা গরমে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে। দেশবাসীর আনন্দের দিনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার এমন বেহাল অবস্থার কারনে সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে বিরুপ মন্তব্য এবং গালাগালি দিতে শোনা যায়। এরিপোর্ট পাঠানো সময় (বিকেল সাড়ে ৪টা) পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এবিষয়ে নেসকো লিমিটেড সান্তাহারের নির্বাহী প্রকৌশলী রোকোনুজ্জামান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যয়ের বিষয়টাকে দুর্ঘটনা বলে দাবী করেন এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত