৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও তার পিতাকে হত্যার প্রতিবাদে বরগুনায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মানববন্ধন

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৫:৫৯ | আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৬:৪০

বরগুনায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও তার পিতাকে হত্যার প্রতিবাদে এবং ধর্ষকও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ-এর বরগুনা পৌর শাখা। রবিবার সকাল ১১ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ- এর বরগুনা পৌর শাখার আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, সেক্রেটারি মাওলানা আব্দুর শাকুর, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি সাংবাদিক গোলাম হায়দার স্বপন, সদর উপজেলা সভাপতি মাওলানা ইদ্রিসুর রহমান, বরগুনা জুয়েলার্স সমিতির সেক্রেটারি সমরেশ কর্মকার ও বরগুনা পূজা উদযাপন পরিষদের নেতা জয়দেব কর্মকার প্রমুখ।
উল্লেখ্য, গত ৪মার্চ রাতে অপহরণ ও ধর্ষণের শিকার হয় বরগুনা পৌর এলাকার কড়ইতলা এলাকার ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে। বরগুনা জেলা প্রশাসন চত্বর সংলগ্ন ডিসি পার্ক এলাকা থেকে পরদিন সকালে তাকে উদ্ধার করা হয় ৫মার্চ বাবা ধর্ষক শ্রীজিতের বিরুদ্ধে মামলা করেন মিন্টু দাস। মামলা করার সপ্তাহ খানেক পরে বাদী পিতা মিন্টু দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এসময় বক্তারা বলেন, সপ্তম শ্রেণির ছাত্রী নন্দিনী দাসের ধর্ষক এবং তার পিতা মিন্টু দাসের হত্যাকারীকে অনতি বিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান বলে কোনো ভেদাভেদ নেই। আমরা বাঙালি তাই, একটি বাঙালি মেয়ের ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক সাজা দাবি করছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত