নন্দীগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭৫জন শিক্ষকের কর্মবিরতি

প্রকাশ: ৮ মে ২০২৫, ১৮:১৪ | আপডেট : ৯ মে ২০২৫, ০৩:০১

উচ্চ বেতন গ্রেডসহ একাধিক দাবিতে গত সোমবার থেকে সারাদেশের ন্যায় নন্দীগ্রাম উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এক ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে। নন্দীগ্রাম উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭৫জন সহকারি শিক্ষক এ কর্মবিরতি পালন করে। আগামী ২৬ মে পর্যন্ত ক্লাসের দিনে এক ঘণ্টা করে এ কর্মবিরতি পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার এ কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নন্দীগ্রাম উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি (চাকরিতে প্রবেশ) পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে এ কর্মবিরতি পালন করছেন তারা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি শাহজামাল বাচ্চু বলেন, নন্দীগ্রাম উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি শুরু করেছেন। নন্দীগ্রাম উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭৫ জন সহকারি শিক্ষক আগামী ২৬ মে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসের দিনে এক ঘণ্টা করে এ কর্মবিরতি পালন করবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত