৫ দিন স্থগিত বিমানের সৌদিগামী সব ফ্লাইট 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২১, ০৯:৫২ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ১৩:০৮

সৌদি আরব কর্তৃপক্ষ বিভিন্ন শর্ত আরোপ করায় বৃহস্পতিবার থেকে পাঁচ দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে বুধবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টিনসহ বিভিন্ন শর্ত আরোপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ সিদ্ধান্ত নিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ বলছে, ফ্লাইট স্থগিতের এ পাঁচ দিনে যেসব যাত্রীর যাওয়ার কথা ছিল, তাঁদের ভ্রমণের বুকিংকৃত হোটেল বুকিং এবং পরবর্তী যাত্রার সময় নির্ধারণ করতে নিকটবর্তী যেকোনো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসে যোগাযোগের জন‍্য অনুরোধ করা যাচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। আরও তথ্য জানতে বিমানের কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭–এ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত